বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

রাজশাহী জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Paris
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজারস্থ মুনলাইট গার্ডেনে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং সার্বিক পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা। বর্ধিত সভার প্রারম্ভে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ অন্তে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতদসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সন্মেলন-২০২২ সর্বাত্মকভাবে সফল এবং সার্থক করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত সহ চলমান রাজনীতি প্রসঙ্গ, সাংগঠনিক বিষয় এবং বিবিধ আলোচ্য বিষয়ে সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।

রাজশাহী জেলা আওয়ামী লীগের আমন্ত্রণ গ্রহণপূর্বক অত্র বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, জেলাধীন সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ সহ জেলাধীন উপজেলা পরিষদ সমূহের আমন্ত্রিত উপজেলা চেয়ারম্যানবৃন্দ। বর্ধিত সভার শেষপ্রান্তে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভায় বক্তৃতাদানকারী নেতৃবৃন্দের পক্ষ থেকে উত্থাপিত বক্তৃতার উত্তরে মূল্যবান সদুত্তরমূলক বক্তৃতা দান করেন। অতঃপর সভার সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরম করুণাময় স্রষ্টাকে স্মরণ পূর্বক সভার কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris