শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

ডিজিটাল উদ্ভাবনে জেলায় চতুর্থ বারের মত চ্যাম্পিয়ন চারঘাটের “9 Robotics” 

Paris
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

চারঘাট প্রতিনিধিঃ
দুই দিনব্যাপী অনুষ্ঠিত রাজশাহী জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্ট আপ (উদ্ভাবক ও শিক্ষার্থী) ক্যাটাগরীতে প্রথম স্থান অধিকার করেছে সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। বিজয়ী বিদ্যালয়ের সকল শিক্ষার্থী “9 Robotics” টিমের সদস্য।রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জেলা প্রশাসক আব্দুল জলিল।জানা যায়, “9 Robotics” চারঘাট উপজেলার একটি ডিজিটাল উদ্ভাবনী টিম। এই টিমের উচ্চ মাধ্যমিক গ্রুপের নেতৃত্বে রয়েছে জুলকারনাইন মনিটর ও মাধ্যমিক পর্যায়ের নেতৃত্বে রয়েছে তাঁর ছোট ভাই নাফিউল ইসলাম মেগাবাইট।”9 Robotics” টিম এবার চতুর্থ বারের মত জেলা পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী ও তথ্য প্রযুক্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো। এছাড়াও “9 Robotics” টিম Humanoid Robot I Obstacle Avoiding Robot বানিয়ে উপজেলা পর্যায়ে ৬ বার প্রথম স্থান অধিকার করেছে।”9 Robotics” টিমের প্রতিষ্ঠাতা জুলকারনাইন মনিটর বলেন, আমি আমার দুই বন্ধুকে সাথে নিয়ে ২০১৪ সালে এই টিমটি গঠন করি। এখন ২৫ জন শিক্ষার্থী এই টিমের সদস্য। ২০১৪ সালে প্রথমবার জেলা পর্যায়ে আমরা প্রথম স্থান অধিকার করি। এবার চতুর্থবারের মত প্রথম হয়েছে আমাদের টিমের সদস্যরা। আমাদের লক্ষ্য ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দেশের কেন্দ্রীয় ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারঘাট উপজেলা ও রাজশাহীর জেলাকে চ্যাম্পিয়ন করা। এদিকে চতুর্থবারের মত জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় “9 Robotics” টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব।

 

 


আরোও অন্যান্য খবর
Paris