শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

এশিয়ার সেরা ১০০ মেধাবী তরুণের তালিকায় তামিম

Paris
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
এশিয়ার সেরা একশো মেধাবী তরুণের তালিকায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তামিম। “দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস” যা মালয়শিয়ার একটি প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম ‘মনস্টা এশিয়া’ কর্তৃক আয়োজন করেছে। সম্প্রতি প্রায় ১০০০ এর বেশি মনোনীত তরুণদের মধ্য থেকে শীর্ষ ১০০ প্রতিভাবান তরুণদের বাছাই করা হয়েছে। সমাজে তাদের অসামান্য অবদান এবং অনুপ্রেরণামূলক জীবনগল্পের কারণে “দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস” যা মালয়শিয়ার একটি প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম ‘মনস্টা এশিয়া’ কর্তৃক তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ১০ তরুণ নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য, সমাজের জন্য ও তরুণদের নিয়ে কাজ করছে। এশিয়ার তরুণদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতার প্রতিভা বিকাশ এবং আবিষ্কার করে। “দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস” এর উদ্দেশ্য হলো প্রতিভাবান ১৮-৩০ বছর বয়সের তরুণদের স্বীকৃতি প্রদান করা যাদের প্রতিভা, গল্প ও কাজ সমাজের অন্যান্য মানুষদের সামাজিক কাজের প্রতি অনুপ্রাণিত এবং প্রভাবিত করে।
এই ১০ জনের মধ্যে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়াারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ছাত্র সাদী মুহাম্মাদ তামিম (প্রতিষ্ঠাতা সিংড়া স্টুডেন্টস ওয়েলেফেয়ার এসোসিয়েশন)। অন্যদের মধ্যে রয়েছেন মোক্তার হোসেন (হেড অব অপারেশন, জাহানারা ফাউন্ডেশন), ইসরাত শারমীন কেয়া (প্রতিষ্ঠাতা ও সভাপতি, বৃদ্ধি ফাউন্ডেশন), আহসানুল মাহবুব রাব্বী (প্রতিষ্ঠাতা, নিউজপেপার অলিম্পিয়াাড), মোহাইমেনুল সোলাইমান নিকোলাস (কনটেন্ট টীম লিড, রিভার্স স্কুল), মুরশিদুল আলম ভূঁঞা (টিম ব্যর্থ),সাজিদ উর রশিদ(কনটেন্ট রাইটার, রিভার্স স্কুল), তালহা জুবায়ের, তাহমিনা আক্তার সুপ্তি (ফাউন্ডার অফ লাইট ফর লাইফ এন্ড প্রজেক্ট ফরচুন) এবং রাজু আহমেদ (প্রতিষ্ঠাতা,অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠন)। দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস এর সূত্রে জানা যায়, তামিম বিভিন্ন দুর্যোগে এবং করোনা মহামারির সময় বিভিন্ন মানুষদের খাদ্য এবং ঔষধ দিয়ে সহায়তা করার পাশাপাশি দরিদ্র এবং মেধাবী ছাত্রদের পড়ার জন্য বই এবং শিশুদের খাদ্য ছাড়াও বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জনসচেতনতা সৃষ্টি করেছে। এ সময় তামিম জানান, সমাজের এই সকল পিছিয়ে পড়া মানুষগুলোর উপকারে একটু এগিয়ে আসা আমাদের সকলেরই কর্তব্য, পরিবেশ আমাদের জীবনধারণের সকল উপাদান দিয়ে থাকে, তাকে টিকিয়ে রাখা আমাদেরই দায়িত্ব¡। সেই দায়িত্বের জায়গাটুকুই আমি পালন করেছি মাত্র। বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এশিয়ার সেরা একশো মেধাবী তরুণের তালিকায় বাউয়েটের শিক্ষার্থী তামিমের নাম তালিকায় স্থান পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।


আরোও অন্যান্য খবর
Paris