শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চোরাই মালামাল বিক্রি করা হতো বিক্রয় ডটকমে

Paris
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা চোরাই মালামাল বিক্রয় ডটকমে বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন, নগরীর বালিয়াপুকুর বটতলা এলাকার বাসিন্দা এ আর শাকিল আহমেদ (২৫) ছোটবনগ্রামের মোস্তাফিজুর রহমান নয়ন (২৩) এবং ছোটবনগ্রাম হাউজিংপাড়ার মমিনুল ইসলাম মমিন (২৬)।
নগরীর মতিহার থানা পুলিশ শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করেছে। মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর নগরীর কাজলা এলাকার একটি ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং মানিব্যাগ জানালার গ্রিল কেটে চুরি করে নিয়ে যায় চোরেরা। এ নিয়ে মতিহার থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে চোর চক্রের এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ওসি জানান, গ্রেপ্তার তিনজন চোরাই মালামাল বিক্রয় ডটকমে দিয়ে বিক্রি করতেন। এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris