বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

বাগমারায় অবৈধ কীটনাশক ডিলারের জরিমানা

Paris
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় গোপন সংবাদের ভিত্তিতে জোনাব আলী নামে এক কীটনাশক ডিলারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মচমইল বাজারে ভ্রাম্যমান আদালতের ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম। কোন প্রকার বৈধ কাগজপত্রাদী ছাড়াই জোনাব আলী কয়েক মাস পূর্বে থেকে পাওয়ার এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কীটনাশক পণ্যের ডিলারশিপ নিয়ে তা বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিলেন। অবৈধ ভাবে মজুদ করে কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসলেও তা উপজেলা কৃষি অফিসারকে না জানিয়ে গোপনে পরিচালিত হয়ে আসছিল।

 

এরই মধ্যে জেলার তানোর উপজেলায় ওই একই কোম্পানীর কীটনাশক পণ্যের দোকানে অভিযান পরিচালিত করেন ভ্রাম্যমান আদালত। ওই অভিযানে ভেজাল ও নিম্ন মানের পণ্য সনাক্ত হয়। সেই কোম্পানীর একই ব্যান্ডের পণ্য মচমইল বাজারে মজুদ করে বিক্রয় করা হচ্ছিল। অভিযানে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ও (২) ধারা অপরাধে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এই রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম। পরে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন জোনাব আলী।

 

এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা। অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা জানতে পারি মচমইল বাজারে অবৈধ ভাবে কীটনাশক পণ্য মজুদ করে বিভিন্ন স্থানে তা বিক্রয় করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে প্রতিটি পণ্যের নমূণা নেয়া হয়েছে। পরীক্ষা নিরিক্ষা শেষে ভেজাল প্রমাণিত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris