সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুদ্রানীতি ঘোষণা ৩০ জুন

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

এফএনএস : বাংলাদেশে ডলারের বাজার অস্থিরতাসহ সার্বিক দিক বিবেচনায় নিয়ে আগামী ৩০ জুন ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর হিসেবে ফজলে কবিরের মেয়াদে এটাই শেষ মুদ্রানীতি ঘোষণা। ফজলে কবিরের মেয়াদ আগামী ৩ জুলাই শেষ হচ্ছে। নতুন গভর্নর হিসেবে ১২ জুলাই যোগ দেবেন অর্থসচিব আবদুর রউফ চৌধুরী। তবে ৪ জুলাই পর থেকে গভর্নরের রুটিন কাজগুলো করবেন ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এর আগে অনলাইনে হলেও এবার মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ফজলে কবির।

 

করোনায় দুই বছর ওয়েবসাইটে মুদ্রানীতি প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক আগে ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করতো। গত দুই অর্থবছর থেকে তা এক বছরের জন্য করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় লক্ষ্য। তবে, আসতে পারে কাক্সিক্ষত জিডিপি (মোট দেশজ উৎপাদন) অর্জনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির বিষয়টি। এ ছাড়া ব্যাংক ঋণের সুদহার নির্ধারণ করে দিয়েছে সরকার, ডলারের দাম নির্ধারণেও ব্যাংকগুলোর কাছে। এবারের মুদ্রানীতিতে নতুন চমক থাকছে না।


আরোও অন্যান্য খবর
Paris