শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে হেরোইন বহন করায় সুপারভাইজারসহ বাসচালকের যাবজ্জীবন

Paris
Update : বুধবার, ২২ জুন, ২০২২

এফএনএস : সিরাজগঞ্জে হেরোইন বহন করার দায়ে রিফাত পরিবহনের বাস চালক সোহাগ আলী ও সুপারভাইজার লিটন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত লিটন হোসেন উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর মধ্যপাড়ার মৃত জিতু প্রামাণিকের ছেলে ও সোহাগ আলী একই উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় র‌্যাব-১২ হেড কোয়ার্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। সেখানে নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনে তল্লাশি চালানো হলে ৮৫৬ গ্রাম হেরোইন জব্দ ও বাসের চালক-সুপারভাইজারকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে গতকাল মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন।


আরোও অন্যান্য খবর
Paris