বুধবার

১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

ভারতে বাড়ছে করোনার সংক্রমণ

Paris
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

এফএনএস : ভারতে নতুন করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। সারাদেশের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি বাড়ছে মহারাষ্ট্রে। গত মঙ্গলবার ভারতীয় স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে এক হাজার ৮৮১ জনের সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারির তুলনায় সংক্রমণ বৃদ্ধির হার ৮১ শতাংশ বেশি। রাজ্যের সমৃদ্ধ নগরী মুম্বাইয়ে সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি। সোমবার নগরীতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬। অথচ গত মঙ্গলবার নগরীতে এক হাজার ২৪২ জনের আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছে। অবশ্য এখনও পর্যন্ত করোনা সংক্রান্ত মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত সোমবার ভারতে তিন হাজার ৭১৪ জনের নতুন সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। এতে দেশটির মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪৯ জনে পৌঁছে। একই দিন মারা গেছে সাত জন আক্রান্ত। আগের ২৪ ঘণ্টার তুলনায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৭৬ জন বেড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris