রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

তানোরে বোরোর সুগন্ধে চাষির মুখে হাসির ঝিলিক

Paris
Update : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

তানোর প্রতিনিধি : যেদিকে চোখ যায়, সেদিকে শুধু সবুজের সমারোহ। চলমান বোরো মৌসুমে নাব্যতা হারানো রাজশাহীর তানোর উপজেলার পাশে বিলকুমারী বিলজুড়ে এখন সবুজের ধানের সুগন্ধি ছড়াচ্ছে। এই বিলের বুকে এখন ফসলের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। ফলে বোরো ধানের সুগন্ধিতে চাষির মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে।
তানোর উপজেলার পূর্ব দিকের সীমানা ঘেঁষে ঐতিহ্যবাহী শিব নদীর উপশাখা বিলকুমারী বিল। সেখানে লাগানো ফসল পরিপুষ্ট হয়ে বিলটি সবুজে ছেয়ে গেছে। আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার বিলের কিছু এলাকা ঘুরে অদিগন্ত সবুজের গালিচা পাতা দেখা গেছে। সেখানে মাঠের পর মাঠ ধানের আবাদ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় কার্তিক-অগ্রহায়ণ মাসে বিলের জমিতে বীজতলা করেন এ বিলের ধারের কৃষকরা। পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত এসব বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। এখন চলছে ফসল পরিচর্যার সময়। এখন সবুজ ধানের শীষ দোলা দিচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে এসব ধানে সোনালি রঙ ধারণের শীষ দোল খাবে।
উপজেলার জিওল গ্রামের কৃষক চৈত্যা বলেন, এবার ভালোভাবে চলছে তাঁদের চাষাবাদ। বিলে এবার ধানের ফলন অনেক ভালো হবে বলে আশা করছেন তিনি। তাঁর মতো আশাবাদী উপজেলার আমশো গ্রামের কৃষক কেদার শেখসহ অন্য কৃষকরাও।

উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রেজা বলেন, তানোর উপজেলার চান্দুড়িয়া ও কামারগাঁ ইউনিয়ন এবং তানোর পৌরসভা ও মোহনপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে বিলকুমারী বিল। এ বছর তানোরজুড়ে ১৩ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। এর মধ্যে বিলকুমারী বিলে প্রায় ১ হাজার ১০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ জানান, কৃষি অফিসের মাঠপর্যায়ে তদারকি, সময়মতো কীটনাশক প্রয়োগ ও কীট দমনে প্রাকৃতিক পদ্ধতির ব্যবহার, কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও অনুকূল আবহাওয়ার ফলে এবার বোরোর ফলন প্রত্যাশার চেয়েও ভালো হবে। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, বিলকুমারী বিলের উৎপাদিত ফসল জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে। বর্তমান বিলের সবুজ প্রকৃতির দিকে তাকালে চোখ ভরে যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris