সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তানোর সংবাদ

Paris
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমারা পৌর এলাকায় টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্ডমালা সরকারী উচ্চবিদ্যালয় ও মুন্ডমালা ফজর আলী মোল্লা কলেজ মাঠে পৃথক পৃথক ভাবে প্রধধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান।

মুন্ডমালা পৌর সভার সচিব আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান প্রমুখ। এসময় পৌর সভার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন এলাকার জনসাধারন ও টিসিবির কার্ড ধারী নারী-পুরুস উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে নিম্ন আয়ের পরিবারকে টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য ভুর্তকী মূল্েয প্রদান করছেন।

পুলিশিং ফোরামের মাসিক মিটিং
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর তানোরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ- এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় কমিউনিটি পুলিশিং ফোরামের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তানোর পৌর এলাকার তালন্দ উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড সদস্য আলাউদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র ওয়ার্ডের সিপিএফ সদস্যগণের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।

এতে স্বাগত বক্তব্য দেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক আলতাব হোসেন, ওয়ার্ড কাউন্সিলর রোকুনোজ্জামান, সিপিএফের যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী এবং সদস্য সহকারী শিক্ষক শাহীন আলী। এসময় সিপিএফ সভা পরিচালনা করেন, মানব কল্যাণ পরিষদের উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ফোরামের ২২ জন কমিটির সদস্যবৃন্দ।

উন্নয়ন মেলায় উঠান বৈঠক
রাজশাহীর তানোরে উন্নয়ন মেলার ২য় দিন মঙ্গলবার মেলা চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুক্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজীত সপ্তাহ ব্যাপি উন্নয়ন মেলা চত্বরে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যলয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক মাষ্টার। এসময় উপজেলা তথ্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় সরকারে বিভিন্ন দপ্তরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয।


আরোও অন্যান্য খবর
Paris