শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে জোড়া ভূমিকম্পে ২৬ জনের মৃত্যু

Paris
Update : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশে দুই দফা ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। দুই ঘণ্টার ব্যবধানে অনুভূত হওয়া ভূমিকম্প দুটি রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৫.৩ এবং ৪.৯। দুটি ভূমিকম্পের উৎসস্থলের মধ্যেও বেশি দূরত্ব ছিল না। প্রথমের ভূমিকম্পের উৎসস্থল ছিল বাদঘিস প্রদেশের রাজধানী কোয়াল-ই-নইয়ের ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। কোয়াল-ই-নইয়ের দক্ষিণ-পূর্বে ৫০ কিলোমিটার দূরে দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ছিল।

এ ব্যাপারে বাদঘিস প্রদেশের প্রধান বাস মহম্মদ সারওয়ারি জানিয়েছেন, জোড়া ভূমিকম্পের ধাক্কায় প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত প্রদেশের দক্ষিণে কাদিস জেলা রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গেছে। ওই জেলার লাগোয়া এলাকায় প্রথম ভূমিকম্প হয়। সেখান থেকেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। মৃতদের অধিকাংশই কাদিস জেলার বাসিন্দা। কম্পন অনুভূত হয়েছে কোয়াল-ই-নইয়েও। তবে সেখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে হতাহতের খবর মেলেনি।


আরোও অন্যান্য খবর
Paris