সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বেপরোয়া মনোভাব থেকে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে আমেরিকা’

Paris
Update : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

এফএনএস : ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাকে দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের এতকালের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, “আমেরিকার নয়া নিষেধাজ্ঞাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে বিবেচনা করছে ইরান।”

এর আগে গত বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করার অভিযোগে ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

খাতিবজাদে আরো বলেছেন, “হতাশা থেকে সৃষ্ট বেপরোয়া মনোভাব থেকে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে আমেরিকা।” ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যে আমেরিকা সারাক্ষণ বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে এবং আরো কীভাবে হস্তক্ষেপ করা যায় সেই চিন্তায় বিভোর থাকছে তখন ইরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। পার্সটুডে


আরোও অন্যান্য খবর
Paris