বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ১ জন ও ১০ মাদকসেবী আটক

Paris
Update : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের বাচচু ডাক্তার স্টেডিয়াম এলাকায় মাদকসেবন করার দায়ে ১০ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেহাইচর এলাকার জেলা শহরের ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বাচচু ডাক্তার স্টেডিয়ামের পূর্ব গ্যালারীর নিচের ফাঁকা স্থানে এ অভিযান চালানো হয়। আটককৃত মাদক সেবকরা হচেছ, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর মহল্লার মোঃ সেলিম হোসেন (৫০), পৌর এলাকার আলীনগর রেলবাগান মহল্লার মোঃ মজি (৪০), হুজরাপুর ফায়ার সার্ভিস মহল্লার সালাহউদ্দিন মুকুল (৬০), পাঠানপাড়া মহল্লার মোঃ মুন্না (৩৫), বালুবাগান মহল্লার মোঃ ইসমাইল হোসেন (২৫),

কাঠালপাড়ার মোঃ সুুমন আলী (৩২), সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ দুরুল হুদা (৩৬), ঝিলিম ইউনিয়নের হরিরামপুর ঘুঘরুডিমা গ্রামের মাঃ মনসুর রহমান (২৮), রাণিহাটি ইউনিয়নের বহরম গ্রামের মোঃ সহুবুল হক (৫৫) ও শিবগঞ্জ পৌর এলাকার মরদানা মহল্লার মোঃ আশিক আলী (২০)। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে জেলা শহরের ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বা”চু ডাক্তার স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারীর নিচের ফাঁকা ¯’ানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ মাদকসেবীকে আটক করে।

এ সময় গাঁজাসহ সেবনের উপকরণ জব্দ করা হয়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া ইউ.পি মিলনচর গ্রাম¯’ নামা বটতলা মোড়ে পাকা রাস্তার উপর গতকাল রাত্রী আটটায় ১ জন মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় তাকে দাওয়া করলে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

আটককৃত আসামী হলো,চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার নুনগোলা গ্রামের কে.ডি.সি. পাড়ার মৃত জয়নুদ্দিনের ছেলে মোঃ সাদ্দাম (২৫)। এই সময় আসামীর দেহতল্লাশিকালে তার ডান হাতে থাকা ১ টি কালো রংয়ের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত দেশীয় লোহার তৈরী ১ নলা বিশিষ্ট ০২টি ওয়ান শুটার গান, যাহার দৈর্ঘ্য যথাক্রমে ২৪.৫ সেঃমিঃ (কাঠের বাট বিশিষ্ট) এবং ২৬.৫ সেঃমিঃ (লোহার বাট বিশিষ্ট) উভয় গানেই, হেমার, ট্রিগার, ফায়ারিং সংযুক্ত , ২ টি গুলি, যাহার পিছনে কঋ ৮সস লিখা আছে।


আরোও অন্যান্য খবর
Paris