মঙ্গলবার

৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিতার হত্যা মামলার বিচার ও পরিবারের নিরপত্তাহীনতায় আ’লীগ নেতার পরিবার

Paris
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : পিতার হত্যা মামলার বিচার ও পরিবারের নিরপত্তাহীনতায় রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেহেদি হাসান লিখিত বক্তব্যে বলেন, নওগাঁর পোরশার দক্ষিন ছাতোয়া গ্রামে ২০১৭ সালের ১০ অক্টোবর তার পিতা আতিফর খুন হন। বাবাকে খুনের পর তার পরিবারের সদস্যদের মারধোর করা হয়। তিনি বাদী হয়ে মামলা করলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেন। চার্জশিটে হত্যাকারীদের নাম বাদ দেয়ায় নারাজি দিলে সিআইডি তদন্তভার পায়। দীর্ঘদিন পার হলেও সংস্থটি তদন্ত কাজ শেষ করেনি। শিক্ষার্থী মেহেদি অভিযোগ করেন,আতিফর আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হলেও নওগাঁর ক্ষমতাসীনেরা মামলা আপোষ করার জন্য চাপ দেয়ার পাশাপাশি হুমকি দিয়ে আসছে।

এ অবস্থায় দ্রুত বিচার ও নিরাপত্তা দাবী করেন ভুক্তভোগী পরিবার। তিনি জানান, ২০১৭ সালের ৭ অক্টোবর দুপুরে নৃশংসভাবে হত্যা করেন বিএনপি ও জামায়াত নেতা আনোয়ার হোসেন ও তৌফিকুর রহমান শাহ। পুলিশ তদন্ত শেষে ৩ বছর পরে ২০২০ সালে হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট নওগাঁ আদালতে দাখিল করে। বর্তমানে আসামীরা সবাই এখন জামিনে থাকায় আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন মামলাটি তুলে নেওয়ার জন্য। তিনি জানান, বর্তমানে আমারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি নওগাঁয় সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হলে পরে সিদ্ধান্ত পরিবর্তন করি সেখানে নিরাপত্তা না থাকায় রাজশাহীতে সংবাদ সম্মেলন করছি। এ সময় উপস্থিত ছিলেন, মৃত আতিফর রহমানের সহধর্মিনী মারজানা বেগম ও ছোট ছেলে পারভেজ মোশাররফ।


আরোও অন্যান্য খবর
Paris