রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

ডেটা ফাঁসের মেইল ভুলে পত্রিকা অফিসে!

Paris
Update : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

এফএনএস : বিশাল ডেটা ফাঁসের বিষয়টি কীভাবে সামাল দেওয়া হবে, কোন কোন বিষয়ে নয়ছয় বুঝিয়ে দেওয়া যাবে এমন বিষয়গুলো একদম ঠিক করে ফেলেছিল ফেইসবুক। বিপত্তি বাধলো যখন এই বিষয়ে কিছু নির্দেশনাওয়ালা মেইল ভুল করে গিয়ে পড়ল পত্রিকাওয়ালাদের কাছে। এমনই একটি মেইল পেয়েছে বেলজিয়ামভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ‘ডেটা নিউজ’। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ওই মেইল থেকে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব ৫৩ কোটি ৩০ লাখ গ্রহকের ডেটা লিকের বিষয়টি ফেইসবুক কীভাবে ধামাচাপা দিতে চেয়েছে। মেইলটিতে ডেটা লিক বিষয়ে ফেইসবুকের সম্ভাব্য সাফাইও উঠে এসেছে।

সোশাল মিডিয়া প্রতিষ্ঠানটির আশা ছিল এই জাতীয় ডেটা লিকের আরও ঘটনা যদি প্রকাশ পায় তাহলে গেটা বিষয়টিকেই ‘গোটা শিল্পের সমস্যা’ হিসেবে চালিয়ে দেওয়া যাবে এবং বোঝানো যাবে- ‘এমনটা হয়েই থাকে’। মেইলে আরও উল্লেখ রয়েছে, ‘কিছুদিনের মধ্যেই এ বিষয়ে মিডিয়ার আগ্রহ ফুরিয়ে যাবে’। আর সে কারণেই মেইলটিতে এ বিষয়ে ফেইসবুকের করণীয় প্রকাশ পেয়েছে – ‘এ বিষয়ে মিডিয়ার সঙ্গে যৎসামান্য বিবৃতি দিতে হবে’। ফেইসবুক স্বীকার করেছে মেইলটি আসল। প্রতিষ্ঠানটি বিবিসিকে বলেছে, – “আমরা লোকজনের উৎকণ্ঠা বুঝি।

এ কারণেই আমরা সিস্টেমে আপগ্রেড আনার কাজটি নিয়মিত করি। আমাদের প্ল্যাটফর্ম থেকে ডেটা সংগ্রহের বিষয়টি আরও কঠিন করে আনছি এবং যারা এর পেছনে আছে আমরা তাদের পেছনে লাগছি।” এর পর ফেইসবুকের এক মুখপাত্র বলেন যে, “লিংকডইন এবং ক্লাবহাউজেরও একই সমস্যা আছে”। এ মাসের গোড়ার দিকে এক হ্যাকিং ফোরামে প্রথম ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ গ্রাহকের ডেটা প্রকাশ পায়। শুরুতে ফেইসবুক জানায় ওই ডেটা ছিল পুরোনো, ২০১৯ সালের এক ঘটনা থেকে পাওয়া। পাশাপাশি কোনো ভুলের দায়ও ফেইসবুক অস্বীকার করে ব্যাখ্যা দেয় যে, ফেইসবুক সাইটেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহ করে ওই তথ্যভাণ্ডার তৈরি হয়েছে।

এখন অবশ্য সেই দান উল্টে গেছে। আইরিশ তথ্য কমিশনার নির্দেশ দিয়েছেন, ওই ডেটা লিক জিডিপিআর নীতিমালার লঙ্ঘন কি না সে বিষয়ে তদন্তের। পাশাপাশি বিষয়টি গণ আইনি উদ্যোগের যোগ্য কি না সে বিষয়টিও যাচাইয়ের, বিশেষ করে অসংখ্য মানুষ যে ঘটনায় ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছেন, খোয়া গেছে অনেকের ফোন নাম্বারের মতো তথ্য। ডেটা নিউজ যে মেইলটি পেয়েছে সেটি ৮ এপ্রিল তারিখের। এর কয়েক দিন আগেই বিষয়টি পত্রপত্রিকায় এসেছে। মেইলে এ-ও উল্লেখ আছে, প্রভাবশালী সংবাদমাধ্যমে এই বিষয়টির কভারেজ এর মধ্যেই ৩০ শতাংশ কমে এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris