সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাকসিনের বেশিরভাগ ডোজই দেওয়া হয়েছে বিশ্বের ১০ ধনী দেশে

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : বিশ্বে এখন পর্যন্ত করোনার ভ্যাকসিনের ১২ কোটি ৮০ লাখ ডোজ দেয়া হয়েছে, যার চার ভাগের তিন ভাগই প্রয়োগ করা হয়েছে ১০টি ধনী দেশে। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ। ইউরোপে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম নিয়ে ব্যর্থতার কথা স্বীকার করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসালা ভন ডার লিয়েন। তিনি বলেন, ইইউ ভ্যাকসিন অনুমোদনে দেরি করেছে। ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং নির্ধারিত সময়ে তা হাতে পাওয়ার বিষয়ে ইইউ অতিরিক্ত আশাবাদী ছিলো, স্বীকার করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। ভ্যাকসিন দেয়ার বিশেষ সিরিঞ্জ না থাকায় জাপানে ফাইজারের ভ্যাকসিনের ৬ ভাগের একভাগই ফেলে দিতে হয়েছে।

এদিকে, ফাইজার বা মডার্নার ভ্যাকসিনের দুটি ডোজই যারা নেবেন, আক্রান্ত কারও সংস্পর্শে আসলেও তাদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয় বলে নতুন নির্দেশনা দিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি। অন্যদিকে, জার্মানিতে ৭ মার্চ পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। আর নরওয়ে ফেব্রুয়ারির শেষ নাগাদ সীমান্ত বন্ধ রাখবে। আইনপ্রণেতা এবং কর্মীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে ৩ সপ্তাহের জন্য পার্লামেন্ট বন্ধ রাখবে আফ্রিকার দেশ ঘানা।


আরোও অন্যান্য খবর
Paris