সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন-শি’র ফোনালাপ খারাপ সম্পর্ক বিপর্যয় ডেকে আনতে পারে

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : দুই দেশের মধ্যে খারাপ সম্পর্ক বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে জো বাইডেনকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। দুই দেশের রাষ্ট্রপ্রধানের প্রথম ফোনালাপেই এসব কথা হয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রথম ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিনজিয়ায়ের মানবাধিকারসহ তাইওয়ান, হংকং এর চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, দুই দেশের খারাপ সম্পর্ক বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে বাইডেনকে সতর্ক করেছেন শি জিন পিং।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, গুপ্তচরবৃত্তি এবং মহামারি করোনা নিয়ে উত্তেজনা বেড়েই চলছে। এদিকে ট্রম্পের মেয়াদে অবনতি হওয়া সম্পর্কের উন্নয়নে চীন বারবার তাগাদা দিয়ে আসছে নতুন মার্কিন প্রশাসনকে। কারণ, চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেশ দুটি তো বটেই বাকি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। ফোনালাপের পরপরই প্রেসিডেন্ট বাইডেন এক টুইটে বলেন, ‘আমি তাকে বলেছি আমরা তখনই চীনের সঙ্গে কাজ করবো যখন সেখানে মার্কিনিদের জন্য সুবিধা থাকবে।’

চীনের বিরুদ্ধে জিনজিয়াং প্রদেশের ‘পুনঃশিক্ষা শিবির’ নামক একটি ক্যাম্পে এক মিলিয়নেরও বেশি উইঘুরকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করা আসছে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো। সেখানকার উইঘুর মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে জোর করে কাজ করানো হচ্ছে এবং নারীদের জোরপূর্বক বন্ধাত্ব করা হচ্ছে। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে। ফোনালাপে দুই নেতা করোনা মহামারি মোকাবিলার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অস্ত্রের বিস্তার রোধে যৌথ চ্যালেঞ্জের বিষয়ে মতবিনিময় করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris