সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে অভিযুক্ত করতে প্রমাণ উপস্থাপন

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দ্বিতীয় দিনে ক্যাপিটলে দাঙ্গা সংক্রান্ত ট্রাম্পের ভাষণ, টুইট বার্তা এবং দাঙ্গার ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে উপস্থাপন করে অভিশংসন কমিটি। বুধবার বিচারকাজের সময় আইনপ্রনেতারা জানান, সব তথ্য প্রমাণে ট্রাম্প যে নির্দোষ নয় সেটাই প্রমাণিত হয়। ক্যাপিটলে দাঙ্গার জন্য ট্রাম্পকে মূল উস্কানিদাতা হিসেবে আখ্যা দেন আইনপ্রণেতারা। সিনেটে ক্যাপিটলে দাঙ্গার অপ্রকাশিত একটি ভিডিও ফুটেজ দেখান কমিটির সদস্যরা।

ভিডিওতে দেখা যায়, ক্যাপিটল ভবনে অবস্থানরত আইন প্রণেতাদের খুব কাছে চলে আসে ট্রাম্প সমর্থকরা। এছাড়াও নিরাপত্তাকর্মীরা আইন প্রণেতাদের সতর্কবার্তা দিচ্ছেন এমন একটি ফোন কলের রেকর্ডিং উপস্থাপন করা হয়। কয়েক ঘণ্টা ধরে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেন সিনেটররা। এর ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা উপস্থাপন করেন হাউজ ম্যানেজাররা। পরে দুইদিন যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন ট্রাম্পের পক্ষের আইনজীবীরা।


আরোও অন্যান্য খবর
Paris