শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাহেরপুর পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী কালাম ও ধানের শীষের মিন্টুর মনোনয়পত্র দাখিল

Paris
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ মেয়র পদে মনোনয়পত্র দাখিল করেছেন। এরই মধ্যে তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন লাভ করেছেন। দলীয় মনোনয়ন নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো তাহেরপুর পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এর আগেও আবুল কালাম আজাদ তাহেরপুরে মেয়র নির্বাচিত হয়েছিলেন। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মেয়র আবুল কালাম আজাদের দলীয় নেতৃবৃন্দ নিয়ে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা আ’লীগের সদস্য সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সদস্য এস.এম. এনামুল হক, চেয়ারম্যান আলমগীর হোসেন, কালাম হোসেন, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার মৃধা মুনছুর, সহ-সভাপতি আমজাদ হোসেন, কাউসার আলী, সত্যজিৎ রায় তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শাহী, রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুজ্জামান তুহিন মৃধা, সাধারণ সম্পাদক কোরবান আলী প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতৃবৃন্দ সহউপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র আবুল কালাম আজাদ।

এদিকে সাবাইহাট থেকে প্রতিনিধি জানান, রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আবু নঈম মোঃ শামসুর রহমান মিন্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার বেলা একটার দিকে মিন্টু তাঁর সমর্থক, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারি তাহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মিন্টুর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন, সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রাং, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির আহবায়ক ফাইজার রহমান, সদস্য সচিব সাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব হাসান নিশান, সহ-সাধারণ সম্পাদক নাসিম রেজা সুজন, জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব নাহিদুল ইসলাম রনিসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ স্বতন্ত্র্য প্রার্থী হিসাবে মনোয়নপত্র দাখিল করেন। শেষ পর্যন্ত তিনি যদি মাঠে থাকেন, তাহলে তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে বিবেচিত হবেন।


আরোও অন্যান্য খবর
Paris