শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

চলতি মৌসুমের সর্বনিম্ন রেকর্ড রাজশাহীর তাপমাত্রা ৭ ডিগ্রিতে

Paris
Update : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার

একদিনের ব্যবধানে বিভাগীয় শহর রাজশাহীর তাপমাত্রা আরও কমেছে। এদিন রোববার (২৭ জানুয়ারি) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার (২৭ জানুয়ারি) এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় কনকনে শীতে কাঁপছে রাজশাহী। এদিন সকাল ৯টায় রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর ওপর দিয়ে বেশ কয়েকদিন দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দুইদিন থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এর ফলে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। তবে বেলা বাড়ার পর তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ার কারণে ব্যাপক শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডাতে স্কুলে যেতে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের। এমন অবস্থায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এছাড়াও শীতজনিত নানা জটিলতায় রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালে। আর প্রচন্ত শীতের কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমুজুররা। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের জনপদ পদ্মাপাড়ের রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর রোববার  তা ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে এমনভাবে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris