বুধবার

১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী বিএমডিএ’র ইবিএ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ

অভিনয় শুরু করলেন সারথী

Paris
Update : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

এফএনএস : পুরোনাম সৈয়দা মনি চৌধুরী, তবে মনি চৌধুরী নামেই তিনি বেশি পরিচিত। পেশায় একজন চিকিৎসক হলেও সম্প্রতি তিনি অভিনয়ে পা রেখেছেন। গত নভেম্বরে তিনি দীপু হাজরা পরিচালিত ৩টি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হচ্ছে ‘অরূপার গল্প’, ‘গেম অব লাইফ’ ও ‘সেদিন কি ঘটেছিল’। অভিনয়ের পাশাপাশি ঝোঁক রয়েছে অনুষ্ঠান উপস্থাপনারও। একুশে টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘হেলদি লাইফ’-এর তিনি নিয়মিত উপস্থাপক।

বাবা সৈয়দ আ. সালাম চৌধুরী একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা নাছিমা চৌধুরী গৃহিনী। তাদের চার সন্তানের মধ্যে মনি সবচেয়ে বড়। মনির ব্যাপারে বাবা মায়ের সব সময় স্বাধীনতা ছিল। তারা জানতেমÑমেয়ে যে বিষয়েই যাক না কেন অবশ্যই ভালো কিছু করবেই। তাই মনিও তার আন্তরিক চেষ্টায় আজ একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। আর নিজের শখের জায়গাটা পাকাপোক্ত করতেই শুরু করলেন নতুন ইনিংস, আর তা হলো অভিনয়। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে মনি বলেন, ‘প্রথমে বেশ নার্ভাস ছিলাম। কিছুটা ভয়ও কাজ করছিল।

কিন্তু দীপু ভাই অভয় দিলেন, বেশ সাহায্য করলেন তখন আর সমস্যা হয়নি।’ মনির শুরুটা ২০০১-২০০২ সালে ‘নতুন কুঁড়ি’তে গান, কবিতা ও আবৃত্তি দিয়ে। শুরুতে বেশ শক্ত অনুশীলন ছিল বলেই হয়তো অভিনয়ে খুব বেশি বেগ পেতে হয়নি। তিনি বলেন, ‘সব সময় ভালো কাজের অনুপ্রেরণা আমার পরিবারের কাছ থেকেই পেয়েছি। তাই তো খুব সহজে এই কাজটি করতে পারছি।’ তবে তার কাছে সবার আগে মানুষের চিকিৎসা, তারপর অন্যসব। ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চান? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভবিষ্যতে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসাবে দেখতে চাই।’


আরোও অন্যান্য খবর
Paris