সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোবট নির্মাতা প্রতিষ্ঠান কিনছে হিউন্দাই মোটর্স

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

এফএনএস আইটি : বস্টন ডায়নামিকস বিক্রি করে দিচ্ছে সফটব্যাংক। রোবট নির্মাতা প্রতিষ্ঠানটিকে কিনে নিচ্ছে হিউন্দাই মোটর্স। সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। কোরিয়া ইকোনোমিক ডেইলির এক প্রতিবেদন বলছে, এক লাখ কোটি ওনের বিনিময়ে বস্টন ডায়নামিকস বিক্রি করতে রাজি হয়েছে সফটব্যাংক। তবে, মালিকানা হাতবদল এখনও চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের ১০ তারিখ এক বোর্ড মিটিংয়ে এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছিল, নভেম্বরের শুরু থেকে বস্টন ডায়নামিকসের মালিকানা হাতবদলের ব্যাপারে আলোচনা চলছে। অদ্ভুত আকারের রোবট বানানোর জন্য বস্টন ডায়নামিকস প্রযুক্তিপ্রেমীদের পরিচিত একটি নাম। এ বছরের মধ্যবর্তী সময়ে ৭৫ হাজার ডলারে নিজেদের রোবোটিক কুকুর ‘স্পট’ বিক্রি করা শুরু করেছ প্রতিষ্ঠানটি। চার পায়ের এ রোবট কুকুরটি সিঁড়ি চড়তে, ভেড়া তাড়াতে এবং রিকশা টানতে সক্ষম।

এ বছরের শুরুর দিকে কোভিড-১৯ প্রশ্নেও চিকিৎসা খাতে ব্যবহৃত হয়েছে রোবটটি। বস্টন ডায়ানামিকস ২০১৭ সালে সফটব্যাংকের অধীনে যাওয়ার পর থেকে নিজেদের প্রযুক্তি নিয়ে বাণিজ্যের ব্যাপারে মনোনিবেশ করেছে। নব্বইয়ের দশকে এমআইটি থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে ২০১৩ সালে গুগল কিনে নিয়েছিল। গুগলের অধীনে নিজেদের গবেষণা ধাপ ভালোভাবেই পার করেছে প্রতিষ্ঠানটি।


আরোও অন্যান্য খবর
Paris