সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা টিকা নিয়ে এবার হাজির রাশিয়া

Paris
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকার অনুমোদন দেয়ার পর রাশিয়া হাঁটছে সেই পথে। আগামী সপ্তাহের মধ্যে দেশটিতে করোনার টিকা প্রয়োগ শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। খবর রয়র্টাসের। মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাশিয়ার সরকার প্রধান জানিয়েছেন, ব্যাপক পরিসরে এই টিকা প্রয়োগ করা হবে।

সেক্ষেত্রে চিকিৎসক ও শিক্ষকদের দেয়া হবে অগ্রাধিকার। যুক্তরাষ্ট্র ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমোদন দিলেও রাশিয়া স্পুটনিক ভি’র উপরও ভরসা রাখছে। এদিন পুতিন বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তার দেশ ২০ লাখ টিকা সরবরাহ করবে।

প্রথম দেশ হিসেবে করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাজ্য জানিয়েছিল, ফাইজার ও বায়োএনটেকের টিকা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর। অন্যদিকে রাশিয়ার দাবি স্পুটনিক ভি টিকা করোনার বিরুদ্ধে লড়তে ৯২ ভাগ কার্যকর।


আরোও অন্যান্য খবর
Paris