বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

বিএনপি নেতা মিলনের ৩য় দফা টেস্টে করোনা পজিটিভ, দোয়া কামনা

Paris
Update : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, বিগত জাতীয় সংসদ নির্বাচনে পবা মোহনপুর রাজশাহী ৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন করোনা আক্রান্ত হয়ে গত এক মাসের অধিক সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ নভেম্বর তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি সপরিবারে করোনা পরীক্ষা করেন এবং ১১ নভেম্বর করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে, এরপর থেকে তিনি সপরিবারে নিজ বায়িতে আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেন।

পরবর্তীতে, অবস্থার কিছুটা অবনতি হলে ১৭ ই নভেম্বর রাজশাহী মহানগরীর সিডিএম হসপিটালে ভর্তি হন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২২ নভেম্বর তাকে জরুরী ভিত্তিতে ঢাকার গ্রীন লাইফ হসপিটালে নেয়া হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে শিফট করা হয়। গত এক মাসে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের তিন বার করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ গত ৪ ডিসেম্বর করোনা টেস্টে রেজাল্ট আবারও পজিটিভ আসে।

বর্তমানে তিনি শারীরিকভাবে কিছুটা সুস্থতা বোধ করলেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আরো কিছুদিন তাকে অবজারভেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, তিনি ঢাকার গ্রীন লাইফ হসপিটালে প্রফেসর ডাক্তার এবিএম আবদুল্লাহর পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে, অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ সকল অসুস্থ বিএনপি নেতৃবৃন্দদের সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীর থানা-ওয়ার্ডে, পবা মোহনপুর এর বিভিন্ন উপজেলা, ইউনিয়নে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট শফিকুল হক মিলন উল্লেখ করেন “কিছুটা সুস্থতা বোধ করলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে অবজারভেশনে থাকতে বলা হয়েছে কারণ দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট সহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন।


আরোও অন্যান্য খবর
Paris