বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

মোহনপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল সরকার

Paris
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম মতিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র বহির্ভুত কর্মকান্ডে জড়িয়ে পড়ার কারণে এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি রুবেল সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধায় জরুরী সভায় রুবেল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর কাদের এর পরিচালনায় উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এম মামুন, সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ তোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক মোজাহার হোসেন, আনসার তালুকদার স্বাধীন, আরিফ উদ্দিন রাসেল, রায়হানুল হক রিফাত, শরিফুল ইসলাম, আনাস মোল্লা, মাজেদুল ইসলাম সবুজ, আরাফাত হোসেন, মাজেদুল ইসলাম, মুক্তার কাজী, শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় আলোচনার মাধ্যমে উপস্থিত সদস্যদের মাধ্যমে মোহনপুর প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম মতিন দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ক্লাবের সদস্যদের হুমকির অভিযোগ উঠে আসে। এছাড়াও সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা মোহনপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হয়েছে। মিরাজুল ইসলাম মতিন এরপর থেকে প্রেসক্লাবের সভাপতির পরিচয় দিয়ে কোনো ধরনের অপরাধ করলে মোহনপুর প্রেসক্লাব দায়ভার বহন করবেন না। এছাড়া আগামী তিন মাসের মধ্যে আহবায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris