বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র

ফেসবুক পোস্টে রিঅ্যাক্ট দেয়ায় রাজশাহী কলেজ মাঠে সহপাঠীকে ছুরির আঘাত

Paris
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ফেসবুক পোস্টে হাহা রিঅ্যাক্ট দেওয়ায় তিহাস (২১) নামে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সহপাঠীসহ দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ মাঠে এ ঘটনা ঘটে। আহত তিহাস রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজিব বলেন, তিহাস ক্লাস শেষ করে মাঠে বসে ছিল। এ সময় হঠাৎ কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল খালেক বলেন, ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। কিবরিয়া নামের যে ছেলে ছুরিকাঘাত করেছে সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিহাস তার ফেসবুক পোস্টে হাহা রিঅ্যাক্ট দেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আর কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিল। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাজ শুরু করছে। জানা গেছে, এ ঘটনার পর ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। যেকারণে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনি প্রক্রিয়া চলমান।


আরোও অন্যান্য খবর
Paris