সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী কলেজ রোভার স্কাউট’র সুবর্ণজয়ন্তি উদ্যাপন

Paris
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
গতকাল রোববার রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫০ বছর (১৯৭২-২০২২)পূর্তি উপলক্ষ্যে “সুবর্ণজয়ন্তি উদ্যাপন” কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিপালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী, উদ্বোধনী, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর মোহাঃ আব্দুল খালেক এবং সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. হাসনা আরা বেগম। সকাল ১০টায় কলেজ রোভার ডেনের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে পুরো কলেজ প্রদক্ষিণ করে। এরপর কলেজ মিলনায়তনে ‘সুবর্ণজয়ন্তী উদযাপনে’র উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রফেসর মোঃ আবু তালেব সরকার এলটি, প্রফেসর মোঃ হামিদুল হক এলটি ও প্রফেসর আবু সালেহ এলটিসহ বর্তমান ও সাবেক আর.এস.এল এবং বর্তমান ও সাবেক রোভারবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris