বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

রাজশাহীতে সাকোঁয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

Paris
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বিসিকে অবস্থিত সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার(২৬ নভেম্বর) দুপুরে তাঁরা এনা গ্রুপের অংগ সহযোগী প্রতিষ্ঠান সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন কালে শ্রমিকদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। রাজশাহীর মতো এলাকায় বিশাল আকারে সোয়েটার ফ্যাক্টরী নির্মাণ করে বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি করায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে অভিনন্দন জানিয়েছেন শিল্পমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বিসিক চেয়ারম্যান মুহ.মাহবুবর রহমান, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজিদ, বিসিক শিল্পনারী কর্মকর্তা আনোয়ারুল আজিম, এনাগ্রুপের আঞ্চলিক পরিচালক সারোয়ার জাহান, সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরীর কর্মকর্তা সজল আহম্মেদ প্রমুখ। এনাগ্রুপের এই প্রতিষ্ঠানটি দেশের শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সেই সাথে এটি স্থাপনের মাধ্যমে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হয়েছে। সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরীতে বর্তমানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris