শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

কিশোর সানি হত্যার জের কাটতে না কাটতেই রাজশাহীতে রেলকর্মচারী খুন

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : জন্মদিনে মো. সানি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার জের কাটতে না কাটতেই রাজশাহী নগরীতে এবার ছুরিকাঘাতে সোহেল রানা (৩৩) নামে রেলওয়ের এক কর্মচারী খুন হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা রাজশাহী নগরীর ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আবদুল করিমের ছেলে। তিনি ওয়েম্যান পদে পশ্চিম রেলে কর্মরত ছিলেন। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে কলোনি এলাকার আবদুল জলিলের ছেলে ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক বাংলা মদ বিক্রেতার বাড়িতে গিয়ে দ্বন্দ্বে জড়ান সোহেল ও ফারুক। পরে সেখান থেকে বেরিয়ে সোহেলকে ছুরিকাঘাত করেন ফারুক। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে তিনিও আহত হন। এ সময় সোহেল ও ফারুক দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। পরে ফারুক হোসেনকে হাসপাতালে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, হতাহতের ঘটনাটা কেন ও কিভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

তবে স্থানীয় লোকজন জানিয়েছে সোহেলকে ছুরিকাঘাত করেছে ফারুক। কিন্তু ফারুক বলছে তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফারুককে হাসপাতালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত ৩ জুলাই রাত ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে রাজশাহী নগরের হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় সানিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সানি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়।


আরোও অন্যান্য খবর
Paris