সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন

Paris
Update : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর উদ্যোগে সিএসই সেমিনার রুমে অনুষ্ঠিত তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক ১০-১১ মার্চ ০২ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইআইসিটি পরিচালক ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, জার্মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরেট ফেলো ড. প্রকৌশলী মনিরুদ্দোজা আসির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফলিত ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন,

পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, কর্মকর্তা সমিতি রুয়েট আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরী সহ পরিচালক, বিভাগ/শাখা প্রধানবৃন্দ প্রমুখ। ০২ দিনব্যাপী সিম্পোজিয়ামে অট্রেলিয়া ,জার্মানী সহ দেশী-বিদেশী আইসিটি বিশেষজ্ঞ, রুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের বিভিন্ন সেশনে প্রজেক্ট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, গেমিং কনটেস্ট, গেম ডেভেলপমেন্ট আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris