মঙ্গলবার

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ ভুল সিগন্যালে বাড়ছে রেল দুর্ঘটনা

দিনাজপুরে কোচিং সেন্টারে ট্রাক্টর ঢুকে ৮ ছাত্র আহত

Paris
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : দিনাজপুরের চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কোচিং সেন্টারে ঢুকে পড়ে ট্রাক্টর। এ সময় কোচিংয়ে থাকা ৮ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী ও কোচিং সেন্টারের ছাত্ররা। প্রত্যক্ষদর্শী হাসান মারুফ জানান, সকাল ৮টার দিকে চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর দিনাজপুরের দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাক্টরটি রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা রেনেসা কোচিং সেন্টারের ঢুকে পড়ে। এ সময় কোচিং সেন্টারে থাকা আট শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ট্রাক্টরের চালক ও সহকারীও আহত হন। মারুফ আরও জানান, গুরুতর তিন শিক্ষার্থী ও আহত চালককে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর তিন শিক্ষার্থী হলো- নাঈম (১৪), শাকিল (১৪) ও ফুয়াদ (১৪)। তারা সবাই চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের বাসিন্দা। আহত ট্রাক্টর চালক সুদন (৪০) একই উপজেলার ছোট বাউল এলাকার বাসিন্দা। ঘটনার প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী ও ছাত্ররা। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris