বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

পবা উপজেলা প্রেসক্লাবের অফিস উদ্বোধন

Paris
Update : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

পবা প্রতিনিধি : পবা উপজেলা প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের গেটে ফিতা ও কেক কাটা শেষে দোয়া মাহফিল করা হয়। পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদ হাসান পলাশ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. রবিউজ্জামান বাবলু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, পবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী চৌধুরী।

উক্ত উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ সাংবাদিকদের বলেন, পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে আসছে। এছাড়াও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করেই সাংবাদিকরা বহুদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহবুজ্জামান মন্টু, ৬নং ওয়ার্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান খান, মেরিডিয়ান কোচিং সেন্টারের পরিচালক মো. আইনুল হক, বায়া বাজার জামে মসজিদের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. ইন্তাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, রায়হান আলী, আলহাজ্ব মো. রবিন, মো. রবিউল খা, আবু হেনা, মো. আল মামুন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris