সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ তাড়ানোর ওষুধ খেয়ে মৃত্যু হলো শিশুর!

Paris
Update : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

এফএনএস : গাজীপুরে সাপ তাড়ানোর বিষাক্ত ওষুধ খেয়ে চিকিৎসাধীন অবস্থায় সাঈম (৩) নামে একটি শিশু মৃত্যুবরণ করেছে। গতকাল শুক্রবার শ্রীপুর থানার এসআই নাইমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। সাঈম পার্শ্ববর্তী কাপাশিয়া উপজেলা সিংহশ্রী ভিটিপাড়া গ্রামের নাঈম ইসলামের ছেলে। সাঈমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাঈম গত বৃহস্পতিবার সকালে ঘরের কোনে রাখা সাপ তাড়ানোর বিষাক্ত ওষুধ মুখে দেয়।

এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে এলাকায় প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই নাইমুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris