সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে যা বললেন উসমান খাজা

Paris
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের ঘটনায় বিশ্বজুড়ে এখনও আলোচনা-সমালোচনা চলছে। একপক্ষ বলছে, জীবনের ঝুঁকি নিয়ে কেন ক্রিকেট খেলতে হবে। আরেক পক্ষ এটাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে। দুই দেশ সফর বাতিল করায় অস্ট্রেলিয়াও তাদের আগামী বছরের সফর নিয়ে ভাবনাচিন্তা করছে। এর মাঝে খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা বলেছেন, নিরাপত্তা হুমকির কারণে দুটি সিরিজ বাতিল হয়েছে- এটা তিনি বিশ্বাস করেন না। খাজা বলেছেন, ‘আমি মনে করি খেলোয়াড় এবং সংস্থাগুলোর জন্য পাকিস্তানকে না বলাটা খুব সহজ, কারণ এটি পাকিস্তান।

আমি মনে করি, একই ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু ভারত যদি একই জায়গায় থাকে, তাহলে তাদের কেউ না বলবে না। এটা আমরা সবাই জানি যে, টাকায় কথা বলে। এটি (সফর বাতিল) সম্ভবত এরই (টাকা) একটি বড় অংশ। পাকিস্তান বারবার প্রমাণ করছে যে, তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। আমি মনে করি, আমাদের না যাওয়ার কোন কারণ নেই।’ অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা উসমান খাজার জন্ম পাকিস্তানে।

১০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান আরও বলেন, ‘অনেক নিরাপত্তা সেখানে, কঠিন নিরাপত্তা। সেখানে মানুষের নিরাপদ বোধ করা ছাড়া আর কিছু আমি শুনিনি। এমনকি পিএসএল চলাকালীন ছেলেদের সঙ্গে কথা বলার সময় জিজ্ঞাসা করলে এটা কেমন ছিল… তারা আমাকে একই কথা বলে যে, শতভাগ নিরাপদ।’


আরোও অন্যান্য খবর
Paris