সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিন্দু আইন পরিবর্তন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Paris
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

এফএনএস : হিন্দু পারিবারিক আইনের পরিবর্তন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবিও জানানো হয়েছে। গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী বলেন, ‘হিন্দু আইনের কোনও পরিবর্তন সরকার চাচ্ছে না। কতিপয় এনজিও চাচ্ছে তাদের স্বার্থের জন্য। আমরা প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি বঙ্গবন্ধুকন্যা।

আমাদের সমস্ত সুরক্ষা তিনিই দেবেন।’ মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাগ বলেন, ‘হিন্দু আইন ধর্মীয় অনুভূতির জায়গা। কিন্তু এ অনুভূতির জায়গায় আঘাত হানা হচ্ছে। যারা হিন্দু আইনের পরিবর্তন চাচ্ছে সেখানে কোনও হিন্দু নেই। যেসব এনজিও আইন কমিশনের কাছে হিন্দু আইনের পরিবর্তনের জন্য প্রস্তাব দিয়েছে, সেখানে কোনও হিন্দু প্রতিনিধি নেই, হিন্দু সংগঠন নেই। প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা এবং তাদের গ্রুপ হিন্দু ধর্ম ও আইন নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে।’

ইসকনের ফুড ফর লাইফের পরিচালক রূপানুগ গৌরদাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা কিন্তু মহাত্মা গান্ধীর এ দর্শনের সঙ্গে একমত না যে, কেউ আমাদের একগালে চড় দিলে অন্যগাল এগিয়ে দেবো। বরং আমাদের দিকে ইট মারলে আমাদের পাটকেল খাওয়ার শক্তি যেন আপনাদের থাকে। আমাদের মা-বোনেরা প্রতিবাদ করার প্রস্তুতি নিচ্ছে।’ হিন্দু মহাজোটের নারী বিষয়ক সম্পাদক প্রতীভা বাকচীর সই করা এক লিখিত বক্তব্যে চারটি দাবি জানানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris