সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতির উপগ্রহ ইউরোপা অভিযানের প্রস্তুতি নাসার

Paris
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

এফএনএস : মহাকাশ, চন্দ্র, মঙ্গল নিয়ে অসীম আগ্রহ মানুষের। সে আগ্রহের সীমানা ছাড়িয়ে আরও প্রসারিত হচ্ছে দিনকে দিন। এবার বৃহস্পতির একটি উপগ্রহে অভিযান চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুক্রবার মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশযান প্রস্তুতকারী সংস্থা স্পেস এক্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে নাসা। ইউরোপা, বৃহস্পতি গ্রহের চারদিকে ঘুরতে থাকা চারটি উপগ্রহের মধ্যে সবচেয়ে ছোট।

বৃহস্পতির চাঁদ নামেই পরিচিত এটি। শিগগিরই ইউরোপায় অভিযান চালাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা। তবে অভিযান চালাতে ব্যবহার করবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের তৈরি ফ্যালকন হেভি রকেট। শুক্রবার স্পেস এক্সের সাথে ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি করেছে নাসা।

চুক্তি অনুযায়ী ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ইউরোপা অভিমুখে যাত্রা করবে ফ্যালকন হেভি। ইউরোপায় প্রাণের সন্ধানেই চালানো হবে এই অভিযান। পরিকল্পনা অনুযায়ি, ফ্যালকন হেভি মহাকাশে নিয়ে যাবে কৃত্রিম উপগ্রহ। যা ইউরোপার খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করবে।

রকেটে সাঁটানো ক্যামেরায় তোলা হবে ইউরোপার উচ্চ মানের ছবি, যা থেকে তৈরি হবে উপগ্রহটির উপরিভাগের মানচিত্র। উপগ্রহটিতে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করা হবে। এরইমধ্যে মহাকাশ ভ্রমণে বেশ জনপ্রিয়তা পেয়েছে ফ্যালকন হেভি। ২০১৮ সালে এটি প্রথম মহাকাশে যাত্রা করে। এরপর থেকে বাণিজ্যিক কিংবা সরকারি অভিযানে ব্যবহার করা হচ্ছে স্পেস এক্সের এই রকেটটি।


আরোও অন্যান্য খবর
Paris