রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা জহুর আলীর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

ভোলাহাট সংবাদদাতা : ভোলাহাট উপজেলার ভোলাহাট গ্রামের মৃত হাবিব উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা জহুর আলী গতকাল শনিবার রাত ১টা ৫০ মিনিটে নিজ বাড়ীতে অসুস্থজনীত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহে-)। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী ১ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তাঁকে দুপুর ২টার দিকে সেরিকালচারের পাশের কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম উপস্থিত থেকে গার্ড অব অনার জানান। পরে ঐ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল হক,

মোঃ মনিরুদ্দিন মুন্টু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা যুগ্ম আহবায়ক মোঃ গোলাম কবির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অন্যদিকে জেলা ও ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।


আরোও অন্যান্য খবর
Paris