বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Paris
Update : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগেরন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল শহীদ মিনার চত্ত্বরে অবস্থান নেন। পরে সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এদিকে রাজশাহী বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। আমন্ত্রিত অতিথি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, প্রকৌশলী সানোয়ার হোসেন, থানার ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ। অপরদিকে বাগমারা উপজেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারগ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হুদা। বক্তব্য রাখেন, সহঃ অধ্যাপক সামসাদুল ইসলাম, মমতাজুল ইসলাম, প্রভাষক যথাক্রমে আফজাল হোসেন, সামসুজ্জোহা সরকার বাদশা, আয়নুল হক, হারুন অর রশিদ প্রমূখ।


আরোও অন্যান্য খবর
Paris