সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে ৬ হাজার লেকচার আপলোড করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

Paris
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

এফএনএস : করোনা মহামারির এ সময়ে দেশব্যাপী অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারে সেজন্য ৩১টি ডিসিপ্লিনের প্রায় ছয় হাজার লেকচার অনলাইনে আপলোড করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করলে এই লেকচারগুলো পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম গতকাল সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও জানান, পর্যায়ক্রমে আরও সাড়ে ১১ হাজার লেকচার আপলোড করা হবে।

এই কার্যক্রমের আওতায় অনলাইনে এক হাজার ৪৫৮ জন শিক্ষকের এক হাজার ৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০টি ভিডিও ক্লাস অপলোড করা হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে সহজেই ক্লাস লেকচারের ভিডিও দেখতে পাবেন বলে আশা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris