সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মঙ্গলপৃষ্ঠে প্রথম নিজের চাকায় চললো রোবট

Paris
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

এফএনএস : মঙ্গলগ্রহে রোবট পারসিভিয়ারেন্স প্রথমবারের মতো ২১ ফুট পথ অতিক্রম করেছে। পাঠিয়েছে লালগ্রহের বেশি কিছু ছবিও। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা তাই আশায় বুক বেঁধেছেন, এবার তাঁরা গ্রহটির প্রাণের অস্তিত্বের খবর হয়তো জানতে পারবেন। সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি বলা হয়েছে। গত বছরের ৩০ জুলাই মঙ্গলগ্রহের উদ্দেশে পৃথিবী ছেড়েছিল রোবট পারসিভিয়ারেন্স। দীর্ঘ যাত্রার পর গত ১৮ ফেব্রুয়ারি লালগ্রহটির জিরো গহ্বরে অবতরণ করে রোবটটি।

অবতরণের দুই সপ্তাহের বেশি সময় পরে রোবট পারসিভিয়ারেন্স পৃথিবীতে পাঠিয়েছে মঙ্গলের বেশ কিছু ছবি। তারপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মঙ্গলের মাটিতে নিজ চাকায় যাত্রা শুরু করল পারসিভিয়ারেন্স। ২১ ফুট পথও অতিক্রম করেছে রোবটটি। সারা দিনে এটি মাত্র ২০০ মিটার (৬৫৬ ফুট) পথ চলার ক্ষমতা রাখে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাসাডেনায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পারসিভিয়ারেন্স ডেপুটি মিশন ম্যানেজার রবার্ট হোগ বলেন, ‘আমি গর্বিত।

আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, পার্সিভেয়ারেন্স লালগ্রহের যেখানে নেমেছিল, ওই স্থানের নাম দিয়েছি অক্টাভিয়া ই বাটলার ল্যান্ডিং। পারসিভিয়ারেন্সের মাস্টক্যাম-জে থেকে আমাদের বিস্তারিত পাঠানো হয়েছে। আমরা মঙ্গলের সমতল ভূমি দেখতে পেয়েছি। কিছু পাথুরে ভূমিও নজরে এসেছে। সবটাই সুপার ক্যামেরায় ধারণ করা হচ্ছে। হাই রেজুলেশন প্যানারোমা ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

পারসিভিয়ারেন্স পথ চলছে ঘড়ির কাটার মতো বা ঘড়ির কাটার বিপরীতে।’ বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলগ্রহে কখনও প্রাণের অস্তিত্ব থেকে থাকলে এবার তা জানা যাবে। এমনকি তিন বা চারশ কোটি বছর আগেও যদিও প্রাণের অস্তিত্ব থেকে থাকে, যখন ওই গ্রহে পানির অস্তিত্ব ছিল, তাও জানা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris