বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

লালপুরে প্রশাসনের অবহেলায় গড়ে উঠছে অবৈধ ইটভাটা

Paris
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪

লালপুর প্রতিনিধি : সরকারী নিয়ম তোয়াক্কা না করে ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়ায় এবং স্থানীয় প্রশাসনের অবহেলায় নাটোরের লালপুরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অবৈধ ইটভাটা। ফলে দিন দিন জমির পরিমাণ ও মাটির উর্বরতা কমে যাচ্ছে। এতে ফসলি জমি হুমকির সম্মুখীন হচ্ছে। আর বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ গাছ কেটে ইটভাটা গুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে ফলজ ও বনজ গাছ উজাড় হয়ে যাচ্ছে। আর ইটভাটার কালো ধোঁয়ার কারণে পরিবেশ বিপর্যয়ে পড়ছে। এছাড়া শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষেরা শ^াসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। আর ইটভাটার কালো ধোঁয়ার কারণে আমের মুকুলের ব্যাপক ক্ষতির আশংকা করছে স্থানীয়রা। পদ্মা নদীর চর এলাকা সহ শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ে প্রায় ৩২ টি অবৈধ ইটভাটা আছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের অবহেলায় যত্র—তত্র ভাবে এসব ইটভাটা গড়ে উঠেছে বলে জানা গেছে। এসব ইটভাটা গুলোতে এবং ইটভাটার মালিকদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার অভিযান চোখে পড়ে না বলে অভিযোগ স্থানীয়দের। মতামত,লালপুরের কৃষক বাদশা নওশেদ নেওয়াজ লিটন বলেন, ইটভাটার কালো ধোঁয়ার কারণে রবি শস্য সহ আমের মুকুলের অনেক ক্ষতি হয়। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, ইটভাটার কারণে দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে। এতে ফসলি জমি হুমকির সম্মুখীন হচ্ছে। অবৈধ ইটভাটার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, বিষয়টি দেখছি।


আরোও অন্যান্য খবর
Paris