শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

মান্দায় অস্তিত্বহীন মাদ্রাসার উন্নয়নের নামে জালসা নিয়ে এলাকায় উত্তেজনা

Paris
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

মান্দা প্রতিনিধি : শুধু মাঠ আছে, নেই কোনো অবকাঠামো। নেই শিক্ষক-কর্মচারি কিংবা শিক্ষার্থী। অস্তিত্বহীন সেই মাদ্রাসার উন্নয়নের নামে আয়োজন করা হয়েছে ইসলামি জালসার। আগামি শুক্রবার (১ মার্চ) এ জালসা অনুষ্ঠিত হবে। নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল পশ্চিমপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ জালসার আয়োজন করেছে কথিত মাদ্রাসা কমিটি। এনিয়ে এলাকাবাসির দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। জালসাকে কেন্দ্র করে ২০১৮ সালের ৩মার্চ ওই মাঠে গ্রামবাসির দু’পক্ষের সংঘর্ষে চারজন আহত হন। সংঘর্ষের ওই ঘটনায় দায়ের হওয়া একটি মামলা আদালতে বিচারাধীন আছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কয়েক ব্যক্তি অস্তিত্বহীন মাদ্রাসার উন্নয়নের নামে জালসার আয়োজন করছে। জালসার খরচের পর অবশিষ্ট উপার্জিত অর্থ ভাগবাটোয়ারা করে নেন। ধর্মীয় অনুভুতি কাজে লাগিয়ে নির্বিঘ্নে কাজটি করছেন তারা। বিলউথরাইল গ্রামের আব্দুস সাত্তার প্রামাণিক বলেন, বিলউথরাইল গ্রামে ১৯৬৯ সালে একটি হেফজখানা চালু করা হয়। ২০০৭ সালের দিকে সেখানে একটি দাখিল মাদ্রাসা স্থাপনের উদ্যোগ নেয় গ্রামের লোকজন। সে সময় হেফজখানার বিভিন্ন এলাকায় থাকা ৫৬ শতক জমি বিক্রি করে দাখিল মাদ্রাসার জন্য গ্রামের পশ্চিমপাশে ৮০ শতক অখন্ড জমি কেনা হয়। এর পর শুরু হয় মাদ্রাসার কার্যক্রম। গ্রামের ইমরান আলী বলেন, নীতিমালা জটিলতায় ২০১২ সালে বিলউথরাইল পশ্চিমপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সকল কার্যক্রম গুটিয়ে ফেলা হয়। এর পর মাদ্রাসার শিক্ষক-কর্মচারিরা বিভিন্ন পেশায় যুক্ত হন। মাদ্রাসা বিলুপ্ত হওয়ার পর সেখানে আবারো হেফজখানা চালু করেন গ্রামবাসি। এসময় মাদ্রাসার অনুকুলে থাকা জমি হেফজখানার নামে ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরেজমিনে বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামে গিয়ে মাদ্রাসার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শুধু রয়েছে একটি মাঠ। সেই মাঠে পশ্চিমপাশে দুই কক্ষ বিশিষ্ট টিন সেডের একটি স্থাপনা দেখা যায়। কিন্তু সেখানেও কাউকেই পাওয়া যায়নি। দুই কক্ষই ছিল তালাবদ্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা জানান, টিনসেডের স্থাপনাটি একটি মক্তব। সকালে গ্রামের শিশুদের এখানে আরবি শেখানো হয়। এখানে মাদ্রাসার কোনো অস্তিত্বই নেই। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে মাদ্রাসার নাম ভাঙিয়ে জালসার আয়োজন করছে।
জালসা আয়োজক কমিটির সদস্য পরিচয়ে মিলন রানা নামের এক যুবক বলেন, গ্রামে এক সময় মাদ্রাসা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। অস্তিত্বহীন মাদ্রাসার নামে জালসার আয়োজন প্রসঙ্গে তিনি কথা বলতে রাজি হননি। মাদ্রাসা কমিটিতে কারা আছেন এ বিষয়েও তিনি কোনো কথা বলেননি। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি আমার জানা নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris