শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

নওগাঁয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

Paris
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

তথ্য বিবরণী : নওগাঁয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান সভাপতিত্ব করেন। তথ্য আগামী দিনে শক্তিশালী কারেন্সি উল্লেখ করে সভায় জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের মধ্যে সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য তা গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে হবে। শুধু স্বাক্ষরতা বাড়ালেই হবে না ডিজিটাল স্বাক্ষরতা বাড়াতে হবে। শুধু স্মার্টফোন বা ল্যাপটপ চালাতে জানলেই হবে না, এগুলো ব্যবহারে আরও স্মার্ট হতে হবে। তিনি বলেন, বর্তমানে অনেক নাগরিক সেবা অনলাইনে পাওয়া যায়। সেইসব সেবা পেতে হলে স্মার্ট হতে হবে। জনগণ যদি স্মার্ট হয় তা হলে কোনো দুর্নীতির অভিযোগ আসবে না। ফলে ঘুষ-দুর্নীতি কমে যাবে। সেবাপ্রত্যাশীরা স্মার্ট হলে দ্রুত দেশ এগিয়ে যাবে।
সভার শুরুতে উপপ্রধান তথ্য অফিসার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে বছরভিত্তিক লক্ষ্যমাত্রা তুলে ধরেন। আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার তাজকিয়া আকবারীর সঞ্চালনায় অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং জেলা তথ্য অফিসের তথ্য অফিসার রূপ কুমার বর্মন বক্তৃতা করেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার চল্লিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris