সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তথ্য প্রতিমন্ত্রী বললেন, গবেষণামূলক কাজে সহায়তা দেয়া হবে

Paris
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবার যৌথ গবেষণায় নন-কমিউনিকেবল ডিজিস, ডায়েটারি হেবিটস ও লাইফস্টাইল ইন বাংলাদেশ-এর ওপর লেখা ‘রেড অ্যালার্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে গত সোমবার ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. রিতা কলওয়েল অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার মিসেস দেবরা বয়েছ ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল-এর চেয়ারম্যান ড. মেসবাহ উদ্দিন আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে গবেষণামূলক কাজে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, রিসার্চের প্রতি আমার আলাদা একটা সফট কর্নার রয়েছে। আর যদি সেই রিসার্চের কারণে তথ্যবহুল কোনো বই প্রকাশ হয়ে থাকে, তা নিঃসন্দেহে ভালো কিছুই হবে বলে বিশ্বাস করি। শুধু তাই নয়- এই বইটি মানুষের বেশ কাজে লাগবে। তিনি আরও বলেন, গবেষণামূলক বইটি থেকে স্বাস্থ্য বিষয়ে উপকারিতা ও বাজারে অলিভ অয়েলের মতো থাকা প্রোডাক্টগুলো সম্পর্কেও সঠিক ধারণা পাওয়া যাবে, যা মানবদেহের জন্য বেশ উপকারী হবে। এ সময় প্রতিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের করোনাকালীন স্বাস্থ্য বিষয়ক সফল উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, সারা বিশ্বের মতো যখন আমাদের দেশেও করোনা মহামারি শুরু হলো এবং পুরো নতুন একটি মহামারি আতঙ্কে সারা বিশ্ব এবং সঙ্গে বাংলাদেশ- তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা করোনার সময়টা সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছি। মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমাদের গবেষণামূলক অনেক কাজ প্রয়োজন। আমার বিশ্বাস ‘রেড অ্যালার্ট’ বইটি অনেক গবেষণামূলক হওয়ায় মানুষের লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে দারুণ ভূমিকা রাখবে। এই প্রকাশনাটি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর গবেষণার ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বইটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের গবেষণামূলক কাজে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাসও প্রদান করেন। তিনি বইটির প্রচ্ছদ ও গুণগতমান নিয়ে প্রশংসা করে বলেন, এ রকম আন্তর্জাতিক মানসম্পন্ন কাজ আমাদের আরও বেশি করে করতে হবে, যাতে গবেষণায় আমরা আরও এগিয়ে যেতে পারি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চৌধুরী ড. নাফিজ সরাফাত বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্বব্যাপী শিক্ষা গবেষণায় সেতুবন্ধন তৈরিতে বিশ্বাসী। এই উদ্দেশ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এ বছরের শেষের দিকে কানাডার অন্টারিও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা এবং সিএনআরআস-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। গুরুত্বপূর্ণ ‘রেড অ্যালার্ট’ বইটি গতকাল মঙ্গলবার থেকে অমর একুশে বইমেলায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর ৮৯৫ নম্বর স্টলে পাওয়া যাবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris