সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ-১ এর নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা গেজেট স্থগিত

Paris
Update : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

এফএনএস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের করা নির্বাচনী আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নজরুল ইসলাম দুলাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান। আইনজীবী ও এই প্রার্থী জানান, ৭ জানুয়ারি নির্বাচনের দিন ঝিনাইদহ-১ আসনে রিটার্নিং অফিসার একটি ফলাফল শিট দেন। সেখানে বলেছেন ৪৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সে ফলাফলে গতকাল বৃহস্পতিবার পিটিশনার স্বতন্ত্রপ্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। আবদুল হাইয়ের ছিলো ৬৫ হাজার ভোট। কিন্তু পরে তাকে ৯৪ হাজারের মতো ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অনিয়মের লিখিত অভিযোগ দিয়েছিলাম। নির্বাচন কমিশন বলছে হাইকোর্ট অভিযোগগুলো দেখবে। এজন্য হাইকোর্টে এসেছি। দুই মাসের জন্য নির্বাচনী ফলাফলের গেজেট স্থগিত করেছেন। বিবাদীদের নোটিশ ইস্যু করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফল অনুযায়ী এই আসনে আবদুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।


আরোও অন্যান্য খবর
Paris