বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

রাজশাহী সরকারী মহিলা কলেজে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Paris
Update : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী সরকারি মহিলা কলেজে “বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪” অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। পায়রা ও বেলুন-ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জনাব মোঃ মোজাফফার হোসাইন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “প্রতিদ্বন্দ্বিতামূলক বিশে^ টিকে থাকতে হলে সুস্থ দেহে সুন্দর মনের কোনো বিকল্প নেই। ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে একই সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ও সহযোগিতাসুলভ গুণের সন্নিবেশ ঘটায়।” অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris