বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

ভারতকে দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

Paris
Update : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

এফএনএস
২০২০ সালের সেই দিনটার কথা সহজে ভোলার কথা নয় বাংলাদেশের। প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জয় বলে কথা। পচেফস্ট্রুমে শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে হারিয়ে লাল-সবুজের পতাকা উড়িয়েছিলেন আকবর আলীরা। সেই দক্ষিণ আফ্রিকায় বসেছে আরেকটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। এবার বাংলাদেশের প্রতিনিধি মাহফুজুর রহমান রাব্বি-মারুফ মৃধারা। আকবরদের শিরোপা জয়ের মুহূর্ত টিভিতে দেখেছিলেন মাহফুজরা। সেই জয় যে এবারের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের অনুপ্রেরণার গল্প হয়েছে, সেটা বিশ্বকাপে যাওয়ার আগে তাঁদের কথায় ফুটে উঠেছিল। এবার আরেকটি স্বপ্নের গল্প রচনার গুরুদায়িত্ব মাহফুজদের কাঁধে। কাকতালীয়ভাবে, সেই ফাইনালে হারানো ভারতকে দিয়েই আরেকটি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ব্লুমফন্টেইনে মাঠে নামবে দুই দল। যুব এশিয়া কাপের সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। যেকোনো টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাও তারা। তবে এখন আর আগের মতো ভারত জুজু নেই বাংলাদেশ দলে। সর্বশেষ যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়েই তো ফাইনালে ওঠে বাংলাদেশ। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বিশ্বকাপের যাত্রা শুরুর আগে ক্রিকেটারদের চিন্তাভাবনা বেশ ইতিবাচক। মানসিকভাবেও চাঙ্গা তাঁরা। দলে কোনো চোট সমস্যা নেই। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে নিজস্ব খরচে একটি ম্যাচ আয়োজন করে বিসিবি। আইসিসির পক্ষ থেকে আরো দুই ম্যাচের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টি আইনে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে মাহফুজদের। প্রস্তুতি ম্যাচের সঙ্গে ভালো কয়েকটি অনুশীলন সেশনও পেয়েছেন মাহফুজরা। সব মিলিয়ে কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার সব রকম চেষ্টাই ছিল ক্রিকেটারদের। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। প্রথম ম্যাচের আগে বিশ্বকাপে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান, ‘তিনটি প্রস্তুতি ম্যাচ থেকে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আগামীকাল (আজ) আমাদের প্রথম ম্যাচ। আশা করি, আমরা ভালো কিছু করতে পারব। আমাদের পরিকল্পনা হচ্ছে, ম্যাচ ধরে ধরে এগোনো। আমাদের গ্রুপটাও ভালো। আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রও শক্ত প্রতিপক্ষ। আমরা সেরা ক্রিকেটটা খেলতে চাই। চেষ্টা করব যত কম ভুল করা যায়।’ আর দুটি ম্যাচ আছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে স্কটল্যান্ডের যুবারা। আরেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

 


আরোও অন্যান্য খবর
Paris