এফএনএস
চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে জাপানের পাঠানো একটি রোবট। তবে ল্যান্ডারটি সফলভাবে অবতরণ করলেও এর সোলার পাওয়ার সিস্টেম ঠিক মতো কাজ না করায় অভিযানটি আর মাত্র কয়েক ঘণ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারতের পর পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করল জাপান। খবর বিবিসির। প্রকৌশলীরা এখন অভিযানটি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সঠিক কারণ এখনও বোঝা না গেলেও জানানো হয়েছে যানটির সোলার সেলগুলো বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। আর এ কারণে ল্যান্ডারটি ব্যাটারি দিয়ে চলছে, তবে খুব তাড়াতাড়ি এর চার্জ শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এরপরই ল্যান্ডারটি সম্পূর্ণ শান্ত হয়ে যাবে। এটি আর তখন কমান্ড গ্রহণ করবে না, এমনকি সেটির সঙ্গে পৃথিবী থেকে যোগযোগও করা যাবে না। প্রকৌশলীরা ল্যান্ডারটির হিটার বন্ধ করে দিয়েছেন এবং যানটি থেকে পাঠানো ছবি সংগ্রহ করছেন। এ ছাড়া তারা অন্যান্য কারিগরি তথ্যও নিচ্ছেন। তবে জাপানের মহাকাশ এজেন্সি জাক্সা জানায়, ল্যান্ডারটি নীরব হয়ে যাবার পরও চুপচাপ বসে থাকবে না। সোলার প্যানেল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তারা। কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদে আলোর কৌণিক অবস্থান পরিবর্তন হলে এটি আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। জাক্সার ভাইস প্রেসিডেন্ট হিতোশি কুনিনাকা বলেন, ‘এটা এখনও আমাদের কাছে ডেটা পাঠাচ্ছে সঠিকভাবে। এতে মানে হচ্ছে অবতরণের বিষয়টি সফল হয়েছে।’ মহাকাশযানটিতে রয়েছে একটি ইনফ্রারেড ক্যামেরা। এটি আগামী এক পক্ষকালব্যাপী স্থানীয় ভূতত্ত্ব নিয়ে পরীক্ষা চালাবে। তবে পুরো পরীক্ষা-নিরীক্ষা শেষ হতে কত সময় লাগবে, তা জানানো হয়নি।