মঙ্গলবার

১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান বিএসএফ’র পোশাকধারী মাদক পাচারকারী রাজশাহীর রেন্টু আটক রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে ২১ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দিচ্ছে সরকার ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ পাচারচক্রের মুল হোতারা আরডিএ খাঁচা মার্কেটের দেয়ালে গাছের শেকড়ের ফাঁটল, মারাত্মক ঝুঁকিতে ভবন ফাহাদ বায়োলজি থেকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ২৫৯ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম

রাজশাহী সরকারি মহিলা কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

Paris
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজশাহী সরকারি মহিলা কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দায়িত্ব অর্পন কর্মসূচি পালিত হয়। বাঁধন, রাজশাহী জোনের সহযোগিতায় রাজশাহী সরকারি মহিলা কলেজ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ আজিজুল বারী, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সায়মা আক্তার, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ; মোঃ মেহেদী হাসান রিপন, সভাপতি, বাঁধন, রাজশাহী জোন; মোঃ আলামিন আলী, সাধারণ সম্পাদক, বাঁধন, কেন্দ্রীয় পরিষদ; মোঃ এহসানুল কবির বাঁধন, উপদেষ্টা, বাঁধন, রাজশাহী জোন; মোঃ মামুনুর রশিদ, উপদেষ্টা, বাঁধন, রাজশাহী জোন। অধ্যক্ষ বাঁধন আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে বাঁধনের সাথে সম্পৃক্ত থেকে মানবকল্যাণে অবদান রাখতে এবং রক্তদানে সকলকে আগ্রহী হতে আহ্বান জানান।

 


আরোও অন্যান্য খবর
Paris