বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

মহাদেবপুরে এসিআই রাইস মিলের লাখ টাকা জরিমানা

Paris
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

এফএনএস
নওগাঁর মহাদেবপুরে অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে বেশি চাল মজুদ রাখায় এসিআই অটো রাইস মিলের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারে অবস্থিত এসিআই অটো ফুড্স লিমিটেডের রাইস ইউনিটে মজুদদারি বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে চাল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে। এ সময় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুল হাসান সোহাগ জানান, ওই মিলে বিনির্দেশকৃত ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ চাল অবৈধভাবে মজুদ রাখায় কৃষি বিপনণ আইন ২০০৮ এর ১৯ (১) এর ঠ ও ড ধারা মোতাবেক এসিআই অটো রাইস মিলকে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এ ছাড়া আগামী তিন দিনের মধ্যে মজুদ করা চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেয়া হয়। চালের বস্তার গায়ে বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লেখা থাকায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মূল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে বলা হয়েছে। সম্প্রতি নওগাঁর বিভিন্ন হাটে বাজারে চালের দাম বৃদ্ধি পায়। এজন্য মজুদদারিকে দায়ি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মজুদদারি বিরোধী এ অভিযান পরিচালনা করা হলো। উল্লেখ্য, গতবছর ২৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ অভিযানের সময়ও এই এসিআই মিলে বিপুল পরিমাণ চিকন চাল দুই মাসের অধিক সময় ধরে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। নিয়মানুযায়ী চাল এক মাসের বেশি মজুদ রাখা দন্ডনীয়। সেসময় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম এসিআই ফুডস লিমিটেডের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছিলেন। এবছর একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হলো।


আরোও অন্যান্য খবর
Paris